This blog is about Bangle Ghost, Horror, Funny and fantasy story.

This blog is about Bangle Ghost, Horror, Funny and fantasy story.

শুধু তোমায় খুঁজি





নিঃশব্দ থমথমে আঁধিয়ার চারিপাশ
বিনিদ্র শর্বরী।
 জলদহীন শূন্যে নিষ্পলক চোখ
 খোঁজে ফিরে কারে? 

 সে কি শূন্যে নাকি মহাশূন্যে? 
 সে কি আলো আঁধারের মাঝে লুকোচুরি খেলে! 
 নাকি অদৃশ্যেই তাঁর বাস? 
 ক্ষুদ্র, পাপী, পরাশ্রিকাতর মন
পাপাচারে কলুষিত কলেবর।
 তব এত আদরে যে রেখেছে আমায়। 
অফুরন্ত সমীরন, সুমিষ্ট বারি
বিহংগম কূজনে মুখরিত বাগান। 
 প্রবাহিনীর ঢেউ এ কূলে ও কূলে
 স্নান করিয়ে যায়। 
কী সুন্দর বসুন্ধরা! 
 তব সাজিয়েছে সে এই পাপিষ্ঠ ক্ষুদ্র মানবের তরে। 

 আজ মনের দ্বার খুলেছি। 
অন্তরচক্ষ খোঁজে তাঁরে,
মনবাড়ির এ ঘর ও ঘরে। 
 শুধুই খুঁজে ফিরে তাঁরে, 
যিনি মহান, মহাময়, মহাজ্ঞানী।

Share:

Related Posts:

কোন মন্তব্য নেই:

পৃষ্ঠাসমূহ

Popular

Translate

মোট পৃষ্ঠাদর্শন

12,224

Like Us